শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই সিঙ্গাপুর, দুবাইর মত উন্নত দেশে পরিণত হত—নুরুজ্জামান বিশ্বাস এমপি

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥

বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর, দুবাই ও থাইল্যান্ডের মত উন্নত দেশে পরিণত হত বলে মন্তব্য করেছেন, পাবনা-৪ আসনের এমপি ও মুজিব বাহিনী প্রধান নুরুজ্জামান বিশ্বাস।

গতকাল রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নার সভাপতিত্বে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর রহমান,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি ইসাহক আলী মালিথা, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ্যাড.হেদায়েত-উল হক, আওয়ামীলীগ নেতা এনামুল হক বিশ্বাস ও আব্দুল খালেক মালিথা,শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু ও রুপপুর পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মত মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছেন এবয় ৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে যোগ করতে সক্ষম হবেন। তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ সকল সাংবাদিকদের সদ্য শেষ হওয়া নির্বাচনে দায়িত্ব পালন করায় ভূঁয়সী প্রশংসা করে বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দায়িত্ব পালন করায় নির্বাচনের স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হয়েছে।

বঙ্গবন্ধু শোষিত মানুষের জন্য কাজ করেছেন উল্লেক করে তিনি আরও বলেন, এ বিজয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার, এ বিজয় মুক্তিযুদ্ধের ও মুক্তিযোদ্ধাদের এবং ঈশ্বরদী আটঘরিয়ার আপমর জনগনের বিজয়। পরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com