বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে ক্রীড়ানুরাগী পরিবার—রাণীশংকৈলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

dav

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বুধবার খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনূষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক পরিবার আছে, কিন্তু বঙ্গবন্ধু পরিবার হচ্ছে ক্রীড়ানুরাগী পরিবার। বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন তার পরিবারের শেখ কামাল, শেখ জামাল সহ অনেকেই খেলোয়াড় ছিলেন বলেই বাংলাদেশে অভূত পূর্ব ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, মহান নেতার জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতামনা তাই বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জানানো উচিত।

অনূষ্ঠানে খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী’র সভাপতিত্বে গেষ্ঠ অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা আ’লীগ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, বাফুফে সদস্য আরিফ হোসেন মুন।

বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা, পৌর মেয়র আলমগীর সরকার, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এসএসপি রাণীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ নেতা বিশিষ্ঠ্য ব্যবসায়ী আহম্মেদ হোসেন বিপ্লব, জাপা নেতা বিশিষ্ঠ্য ব্যবসায়ী আবু তাহের, বিএনপি সম্পাদক আতাউর রহমান, বনিক সমিতির সম্পাদক ইসতেখার আলম। খেলায় অংশগ্রহনকারী দল ট্রাইব্রেকারে শিক্ষাবিদ আশির উদ্দীন ফুটবল একাডেমি নীলফামারী ৪ রাণীশংকৈল খেলোয়ার কল্যান সমিতি ৩ গোলে হারিয়েছে। মন্ত্রী দূ’দলের খেলোয়াড়দের মাঝে পূরস্কার বিতরণ করেন।

অপরদিকে, আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী স্কুলে অভিভাবক সমাবেশ অতিথিরা মিলিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com