শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

বঙ্গবন্ধু দ্বিতীয় ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ শুরু ৫ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ৫ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দেশগুলো হলো- নিউজিল্যান্ড, ইরান, ইরাক, মিশর, মালয়েশিয়া, কুয়েত, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশসহ দশটি দেশের অংশগ্রহনে ঢাকায় শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু দ্বিতীয় ইস্পাহানি আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের খেলা।

৯ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টের সঙ্গে আরও একটি করে আন্তর্জাতিক ও যুব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান উপস্থিত ছিলেন। কামরুল ইসলামের কথায়, ‘২০২৪ সালের সাউথ এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে আমাদের। সেই সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে অন্তর্ভূক্ত হবে স্কোয়াশ, সেদিকেও আমাদের নজর থাকবে।’ এ প্রসঙ্গে শাহেদ রেজা বলেন, ‘স্কোয়াশের উন্নয়নে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com