সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম.পি। এসময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্থর স্থাপনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আজ দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি স্মরণীয় দিন। জাতির পিতার নামে নির্মিত দেশের অন্যতম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন ও সংস্কার কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করা হচ্ছে। আজকের এমাহেন্দ্রক্ষণে আমিমাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যিনি এ স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। আমরা সত্যই ভাগ্যবান এমন একজন ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছি। খেলাধূলার উন্নয়নে আমরা যখনই যা চাচ্ছি তার চেয়ে বেশী দিয়ে চলেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ করে চলেছি। স্টেডিয়ামটিকে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিতই বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। নিয়মিত খোজ খবর রাখছেন।

দেশের অন্যতম প্রধান এ স্টেডিয়ামটির আধুনিকায়ন কাজের মধ্যে রয়েছে- গ্যালারী সেড নির্মাণ কাজ, ফ্লাড লাইট সরবরাহ ও স্থাপন কাজসহ আনুসাঙ্গিক অন্যান্য কাজ, সিন্থেটিক এ্যাথলেটিক ট্র্যাক সরবরাহ ও স্থাপন কাজ, মাঠ উন্নয়নসহ স্প্রিংলার সিস্টেম স্থাপন কাজ, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড সরবরাহ ও স্থাপন কাজ (খেলার মাঠের দুইদিকে), এলইডি জায়ান্ট স্ক্রীন উন্নয়ন এবং নতুন মডিউল স্থাপন কাজ, সিসিটিভি, পিএ সিস্টেম এবং জেনারেটর সরবরাহ ও স্থাপন কাজ, বৈদ্যুতিক উপ-কেন্দ্রের জন্য যন্ত্রপাতিসহ নিরাপত্তা বাতি সরবরাহ ও স্থাপন কাজ ইত্যাদি।

এছাড়াও স্টেডিয়ামের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ২টি ড্রেসিংরুম আধুনিকায়ন, প্রেসিডেন্ট বক্সের আধুনিকায়ন, মিডিয়া সেন্টারের আধুনিকায়ন, খেলোয়াড়দের জন্য বিদ্যমান ২টি ড্রেসিংরুম আধুনিকায়ন, ব্যায়ামাগারের সরঞ্জামাদি সরবরাহ ও রং করণ কাজ, নতুন ৭টি টয়লেট ব্লক নির্মাণ কাজসহ গ্যালারীতে বিদ্যমান টয়লেট সমুহ এবং ফুটর্কোট এর উন্নয়ন কাজ, রাস্তা কার্পেটিং, সিল কোর্ট, সীমানা প্রাচীর নিমার্ণ, সীমানা প্রাচীরের ওপর গ্রীল ফেন্সিং, সিরামিক ব্রিক ও পেভিং ব্রিক স্থাপন কাজ,গ্যালারী ওপর চেয়ার স্থাপন কাজ, সাধারণ গ্যালারীর জন্য চেয়ার স্থাপন ও ভিআইপি হাতলওয়ালা ফোল্ডিং চেয়ার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com