মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ॥ ইরাককে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ গ্যালারি ভরা দর্শক, খেলা দেখতে আসা জাতীয় নারী কাবাডি দলের খেলোয়ার ও দর্শকরা খেলা শরু থেকে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চীৎকার করে আর আনন্দ করে গেলেন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাড়িতে তুহিন তরফদার ও আরদুজ্জামান মুন্সীরা একএকটা করে পয়েন্ট পান আর নেচে–গেয়ে উল্লাস করলেন মেয়েরা। শাহনাজ মালেকারা আনন্দের রেশটা ধরে রেখেছিলেন ম্যাচের শেষ পর্যন্ত।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। পল্টন শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ২৩ মার্চ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ কাবাড়ি দল।

বাংলাদেশ খেলার কিছু সময় এলোমেলো হয়ে পড়েছিল। একপর্যায়ে বাংলাদেশের ৪জনকে আউট করে পিছিয়ে পড়া ইরাককে ১০-১০ পয়েন্টে সমতায় আনেন ফায়েজ। তারপরেই বাংলাদেশ ধীরে ধীরে ছন্দে ফেরে। ম্যাচে বাংলাদেশ ২০ মিনিটে দুইবাার ইরাককে অলআউট করে প্রধমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়। পয়েন্টের এ ব্যবধান বিরতির পরও ধরে রাখেন তুহিন তরফদাররা।

২৩ মার্চ বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়েছে কেনিয়া। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে কেনিয়ার।

ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জাকির হোসেন


এ যেন গত আসরের প্রতিরুপ। প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় আসরের ফাইনালেও এই দুই। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ২৪ মার্চ শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে কোর্টে নামবে স্বাগতিক বাংলাদেশ। বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

ইরাকের বিপক্ষে জয়ের পর কোচ সাজু রাম বলেন, ‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি। দলের পারফরম্যান্সে আমি খুবই আতœবিশ্বাসী। আশা করি কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবো।’ ম্যাচ সেরা খেলোয়াড় জাকির হোসেনের কথা, ‘কেনিয়ার সুবিধা হলো ওরা অনেক লম্বা। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে।

আমরা যেহেতু ভারত ও বাংলাদেশের সেরা কোচদের অধীনে অনুশীলন করেছি। তাই দলগত স্পিরিট অনেক বেশি। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হচ্ছে। দেশের সার্পোট আছে, দেশের মাটিতে খেলা হচ্ছে। জনগণের সার্পোট আছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com