বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুরালে আদিতমারী ছাত্রলীগের নতুন কমিটির পুষ্পস্তবক অর্পণ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে। মহান স্বাধীনতার স্থপতি ও জাতিরপিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে সকল শদীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আদিতমারী উপজেলা পরিষদ চত্তরে এসব কর্মসূচী পালন করে নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দরা।

নব গঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দের এসব কর্মসূচীতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও সদ্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়া নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ভেলবাড়ী, দুর্গাপুর, ভাদাইসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্থরের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর উপস্থিতিতে একটি অস্থায়ী আওয়ামিলীগ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

এর আগে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আদিতমারী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে ত্বরান্বিত করতে আগামী ১ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। যেখানে ফরহাদ আলী হিমেলকে সভাপতি এবং হুসাইন মোঃ নাঈমুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়। নব কমিটতে রবিউল ইসলাম, ওমর ফারুক, মাহমুদুর হাসান সুমন, মাহেদুল ইসলাম মাহীকে সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ রায়হান ও আব্দুল্লাহ আল শিহাবকে যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম রসূল জীম ও আহসান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দিন সরকার নাঈমকে প্রচার সম্পাদক এবং নিলয় কুমারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com