বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে এই সম্মেলন করা হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার,সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত সহ জেলার সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে জেলায় মুজিব বর্ষ চত্বর স্থাপন,সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ সহ নানা ধরনের কর্মসূচির নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।