রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
আল অআমন মন্ডল, বগুড়া প্রতিনিধি:: বগুড়ার গাবতলী পৌর সদরের উনচুরকী তিনমাথার মোড় হতে দক্ষিণ দিকে নির্মিত পাকা সড়কটি মরহুম “বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সড়ক” নামে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সড়কের ফলক উদ্বোধন শেষে মোনাজাত করেন ইউএনও মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দীন, হুমায়ন আলম চান্দু, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতাহার, আয়েন উদ্দীন, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, দুলু, হাবিবুর রহমান, আব্দুর রশিদ খাজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।