মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

বগুড়ায় প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি:: বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কাহালু উপজেলার দরগাহ হাট এলাকার ‘সজল কারখানা’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানছের আলী মাস্টার ও তার ছেলে ফজলে রাব্বি টগর, কাঠ ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় এবং চালক সুমন হোসেন। নিহতরা প্রত্যেকেই নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা ছিলেন। এদের মধ্যে তানছের আলী মাস্টার ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে কালিয়াপুকুর নামক স্থানে নওগাঁগামী পিকআপের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সুমন এবং ক্যানসারে আক্রান্ত তানছের আলী ও তার ছেলে টগর মারা যান। এ সময় আহত হন আব্দুর রহমান ও শাকিল নামের দুইজন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং নিহতদের কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে মেডিকেলে নেয়ার পর আহত আব্দুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা স্বাভাবিক রয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, ঘটনার পরপরই পিকআপ চালক এবং চালকের সহযোগী পালিয়ে গেছেন। তবে পিকআপ এবং প্রাইভেট কার উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com