মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধি:: বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর নামক স্থানে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গরবার (৩০ নভেম্বর) দিনগত রাতে পাথরবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হৃদয় হেমন্তের ছেলে ওষুধ কেম্পানিতে চাকরিরত সম্পদ কুমার (২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে কলেজছাত্র নাহিদ হোসেন (২০)।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়ার শেরপুর উপজেলা থেকে রাত সাড়ে ৮টায় একটি মোটরসাইকেলে করে দুই যাত্রী মির্জাপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ২২-৩১০৬) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান। মঙ্গলবার রাত ১০টায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর কার হয়।
হাইওয়ে পুলিশ জানান, তারা ট্রাকটিকে ধাওয়া করে সিরাজগঞ্জ উপজেলার রায়গঞ্জের চান্দাইকোন থেকে আটক করে। এ সময় ট্রাকচালক ও তার হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ফাঁড়িতে একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়।