বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ট্রাকচাপায় শাহাদত হোসেন (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে মির্জাপুর রানিরহাট রাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহাদত ঢাকার খিলগাঁও ৫২৮ সি ব্লক এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি মির্জাপুর ইউনিয়নের রানিরহাট রাস্তার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ছিটকে রাস্তার উপর পড়ে যায় । এতে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেল চালকের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই চালক শাহাদৎ হোসেন নিহত হয় ।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি ।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নায়েব নাজমুল জানান, নিহতের কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া তার ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় পাওয়া গেছে। তিনি খিলগাঁও ৫২৮ সি, আব্দুল মোতালেবের ছেলে শাহাদত হোসেন।