বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত আনছার আলী (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বুধবার (১৬ জুন) দুপুরের দিকে বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাচোষা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনছার আলী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এতে বিভিন্ন সময় তার পেটব্যথা থেকে শুরু করে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিত। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
একপর্যায়ে বুধবার সকালে তিনি বাড়ির পাশে একটি করমচাগাছের ডালে রশি বেঁধে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিতক করে জানান, পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত থাকায় আত্মহত্যার মতো ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।