রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
আল অআমন মন্ডল, বগুড়া প্রতিনিধি:: বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু তাঁর পরিষদের ৫জন মেম্বারকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় উপজেলার বাগবাড়ী হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠান ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এ এইচ আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নাননু, বগুড়া শহর আ’লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, সহ-সভাপতি আঃ সালাম ভোলন, যুগ্ম সম্পাদক আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, আঃ মতিন মিঠু, গোফার আলী, সাইফুল ইসলাম, আলমগীর হোসাইন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্য ছিলেন আ’লীগ ও সহযোগি সংগঠনের উজ্জল মন্ডল, ইউনুছ আলী ফকির, মামুনুর রশিদ, এমদাদুল হক ডালু, শাহজামান পুটু, রোহন, মজনু, মনির, মামুন প্রমূখ। যোগদান অনুষ্ঠানে ৫জন ইউপি মেম্বারকে নিয়ে চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মিন্টু উপজেলা আ’লীগের সভাপতি এ এইচ আজম খানের হাতে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগদান করেন।