শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

বগুড়ার গাবতলীতে ৫দিন যাবত গরু ব্যবসায়ী নিখোজ

আল আমিন মন্ডল:: বগুড়া প্রতিনিধি:: বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের গরুব্যবসায়ী আব্দুস সামাদ (৪৫) গত ৫দিন যাবত হলে নিখোজ হয়েছে। বহুখোজাখুজি করার পরেও সন্ধ্যান না পাওয়ায় অসহায় সামাদের পরিবার এখন হতাশায় ও দুরচিন্তায় দিন কাঁটাচ্ছে।
জানায়ায়, কাগইলের মীরপুর গ্রামের মৃত ঘীনা শেখের পুত্র আব্দুস সামাদ গতবুধবার গরুবিক্রি করার জন্য মহাস্থান হাটে যায়। সেখানে দুপুর ১টার সময় কয়েকজন অপরিচিত লোক গরুর দরদাম করে এবং হাটের বাহিরে নিয়ে যায় তারপর থেকেই সে নিখোজ হয়। এরপর তার পরিবারের সদস্যরা উক্ত হাটে এবং বিভিন্ন স্থানে’সহ শিবগঞ্জ ও গাবতলী থানা এবং পুলিশ প্রশাসনে বহুখোজাখুজি করার পরেও আজও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আব্দুস সামাদের গায়ের রং কালো, উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি, পড়নে ছিল সাদা চেক সার্ট ও কালো লঙ্গি। কেউ যদি কোন তথ্য বা সন্ধ্যান পেয়ে থাকেন তবে ০১৭৩৮-৩৫৩৯৩১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নিখোজ সামাদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com