মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

বগুড়ায় আ.লীগের রিপু ও মহাজোটের তানসেনের জয়

বগুড়া প্রতিনিধি:: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু জয়ী হয়েছেন। এছাড়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মশাল প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়ার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে আবদুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এই আসনে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।

অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী জাসদ নেতা একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। মহাজোটের বিজয়ী প্রার্থী তানসেন এবং হিরো আলমের ভোটের ব্যবধান ৮৩৪।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮টায় বগুড়ার এই দুটি আসনের ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সবকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। সদর আসনে মোট ১১ জন প্রার্থী এবং বগুড়া-৪ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com