শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় দিনমজুর স্বপন মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শেরপুরে ধর্ষণ মামলার আসামি স্বপন মিয়া (৩১) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বিকেলে র‌্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এরআগে গত মঙ্গলবার রাত ১টার দিকে ময়মনসিংহ শহরের বেড়িবাদ কালিবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বপন গাইবান্দা সদর উপজেলার মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। বর্তমানে সে শেরপুর উপজেলার খন্দকার পাড়ায় ভাড়া বাড়িতে থাকেন।

জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বাসীন্দা মধ্য বয়সী এক নারী তার ৭ বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে শেরপুরে কাগজ কুড়ানোর কাজ করেন। গত ১৪ মার্চ কাগজ কুড়ানো শেষে ভাড়া বাড়ি খোঁজার একপর্যায়ে দিনমজুর স্বপনের সাথে পরিচয় হয়। স্বপন ওই নারী ও তার শিশু কন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে থাকতে দেয়। পরদিন ১৫ মার্চ তিনি শিশুটিকে স্বপনের বাড়িতে রেখে হোটেলে খাবার কিনতে যান। ফিরে এসে দেখেন স্বপন তার শিশুকে ধর্ষণ করছে। এইসময় ওই নারী চিৎকার দিলে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে স্বপন পালিয়ে যায়। পরদিন তিনি স্থানীয়দের সহযোগিতায় শেরপুর থানায় স্বপনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ঘটনার পর থেকে স্বপন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের দায় স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com