সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন

বগুড়ায় পিক-আপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় পিক-আপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও ২ যাত্রী আহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) সকাল ৮টায় জেলা শহরের উপকণ্ঠে মাটিডলীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গছে, নিহত সিএনজি চালক শিবগঞ্জ উপজেলার ইউসুফ আলীর ছেলে মোখলেছুর রহমান (৫০) ও সিএনজির যাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আবুর হেসেনের ছেলে রফিকুল ইসলাম (৫২)।

ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার কর্তব্যরত এএসআই তাজুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি থ্রি-হুইলার ৩ জন যাত্রী নিয়ে বগুড়া শহরের দিকে আসছিল। বিপরীত দিকে থেকে একটি বাড়ির আসবাবপত্র বোঝাই পিক-আপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন ১৯-২২১৪) সাথে মাটিডালীতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালক মোখলেছুর রহমান ও সিএনজি যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, সিএনজি চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তার করা হয়েছে। যাত্রীর লাশটি ঘটনাস্থলে পুলিশ হেফাজতে আছে। পিক-আপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে বগুড়া কুন্দার হাট হাইওয়ে ফাঁড়িতে মামলা হবে বলে জানান এএসআই তাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com