মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ॥
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ চেতনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের আজকের এই দিনে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিতভাবে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। এই অর্জনের প্রথম বর্ষপূর্তিতে তিনি দেশের সকল মুক্তিকামী জনতার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি স্মরণ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ এবং ভোটাধিকার হরণের প্রতিবাদ হিসেবেই এই গণ-অভ্যুত্থান ঘটেছিল। এর মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেইসব শহীদকে, যারা স্বৈরাচারমুক্ত দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। রাষ্ট্রপতি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সেইসব বীর যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান, যারা এই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণ বা দৃষ্টিশক্তি হারিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, শহীদদের পরিবার এবং আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং আশা করা যায় এর মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এর ফলে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে, রাষ্ট্রপতি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।