রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ফোনের মারাত্মক ক্ষতি করতে পারে এই ১০ অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক রিপোর্ট:: অ্যাপ ডাউনলোড করা মানেই গুগল প্লে স্টোর। অনেকেই ভাবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামালে অনেকটাই সুরক্ষিত থাকে ফোন। কিন্তু সবকিছুই তো এতো সহজ নয়। অনেকেই বলছেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেও অনেক সময় ফোনের অনেক সমস্যা তৈরি হতে পারে। যদি আপনার নামানো অ্যাপেই সমস্যা থাকে তাহলে কি করবেন। তাই দেখে নিন, সেই ক্ষতিকর অ্যাপের তালিকা।

ফাইভ নাইটস সারভাইভাল কারেক্ট :‌ গেম অ্যাপ। এই অ্যাপে হতে পারে মারাত্মক ক্ষতি।

ম্যাককুইন কার রেসিং গেম:‌ এটি একটি কার রেসিং গেম। এটি থেকেও ফনে হতে পারে মারাত্মক ক্ষতি। হ্যাং হয়ে যেতে পারে আপনার ফোন।

অ্যাডঅন পিক্সিমেলন:‌ এটিও একটি থ্রিডি গেম। ফোন ভালো রাখতে এটা ফোনে না ডাউনলোড করাই ভালো।

কুল ক্রাফ্ট:‌ ফোনে যদি মেমোরি যথেষ্ট না থাকে, তাহলে হতে পারে ভয়ানক সমস্যা। এই গেম আনইনস্টল করলে অনেকটা স্থান পাবে আপনার ফোন।

ড্র কাওয়াই:‌ এটিও একটি ফিচার গেম অ্যাপ। এটির মাধ্যমে ছোটখাটো আঁকার কাজ করা যায়। অ্যাপটি সময় কাটানোর জন্য ভালো, কিন্তু ফোনের জন্য খারাপ।

সাবওয়ে ব্যানানা রানওয়ে সার্ফার:‌ সাবওয়ে সার্ফারের মতোই একটি অ্যাপ এটি। এটিতেও রয়েছে নানা সমস্যা।

ড্রয়িং লেসনস অ্যাংরি বার্ড:‌ এটি একটি ড্রয়িং অ্যাপ। এটি সুবিধার চাইতে অসুবিধাই বেশি এবং ফোনের জন্য ক্ষতিকর।

গার্লস এক্সপ্লোরেশন (‌লাইট)‌:‌ ২ডি গেমের অ্যাপ। এখন পর্যন্ত গুগল প্লে থেকে ডাউনলোড হয়েছে ৫ লক্ষ্যের মতো। তবে এটি স্পেসের সমস্যা হয়।

ইনভিজিবেল স্লিথার স্কিন:‌ এটি একটি গেমিং অ্যাপ। স্থানের সমস্যা তৈরি করে ফোনে। সাথে ফোনের হ্যাং এর সমস্যা তো আছেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com