শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

ফের কলকাতার সিনেমায় ফারিণ

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: গত ফেব্রুয়ারিতে কলকাতার সিনেমাতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ নামের সেই সিনেমাটি প্রশংসাও পেয়েছিল বেশ। বছর না ঘুরতেই ফারিণের ঝুলিতে ফের কলকাতার প্রজেক্ট। এবারের ছবি ‘পাত্রী চাই’। পরিচালনায় বিপ্লব গোস্বামী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, এই ছবিতে তাসনিয়া ফারিণের সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও থাকছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর প্রমুখ। দুর্গাপূজার পরই শুরু হবে ছবিটির শুটিং। ‘পাত্রী চাই’ প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস। এটি মূলত কলকাতাভিত্তিক একটি প্রতিষ্ঠান।

তবে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, বলিউড সুপারস্টার আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘পাত্রী চাই’। কিন্তু তথ্যটি সঠিক নয়। এই ছবির সঙ্গে আমির খানের কোনও সংশ্লিষ্টতা নেই।

এদিকে ‘পাত্রী চাই’ নিয়ে নির্মাতা বিপ্লব গোস্বামী বলেছেন, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প এটি।’

টলিউডের নতুন সিনেমার খবরটি নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ারও করেছেন তাসনিয়া ফারিণ।

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণকে আগামীতে দেখা যাবে ‘পুনর্মিলনে’ নামের একটি ওয়েব ফিল্মে। যেটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তার সঙ্গে আছেন সিয়াম আহমেদ, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com