বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি আটক

রংপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে শিশুসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ জুলাই) সকালে কাশিপুর বিওপির হাবিলদার মাসুদের নেতৃত্বে ৪জন পুরুষ ৪জন মহিলা ও ৪জন শিশুসহ মোট ১২ জন বাংলাদেশীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার,মৃত দেলোয়ার হোসেনের ছেলে আঃ জলিল (৫৫),আঃ জলিলের স্ত্রী লিলিফা বেগম (৪৫),ছেলে লিমন মিয়া (১২),মেয়ে আফরিনা (০৮), নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬), তার আনজু বেগম (৩০), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেন মেয়ে রুবিনা (০৫), কুটি বামনডাঙ্গার মৃত আঃ হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), হাফিজুর রহমান এর স্ত্রী আনিচা বেগম (৩২),মেয়ে হামিদা(৮),ছেলে রমজান আলী(৩), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে, জাকির হোসেন( ২২)।

আটককৃতরা ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ করতেন। কাজ শেষে দালালের মাধ্যমে আন্তর্জাতিক পিলার নং ৯৪২ এর ৪ এস এর নিকট দিয়ে পার হয়ে বাংলাদেশে আসার পথে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

ফুলবাড়ী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় জানান, আটক ১২জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com