শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে ফুটবল খেলায় মারধরের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার (২৩ মে) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালা বহরপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে ও দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আকল মিয়ার ছেলে নবেল মিয়ার হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত দুই দিন এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রোববার রাত ১০টার দিকে কালা বহরপুর গ্রামের সারং বাজারে ইসলাম উদ্দিনের বড় ভাই দেলোয়ার ও নবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমান ও তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হন। আহতদের মধ্যে দেলোয়ার মিয়া ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কালাম মিয়া (৫০), আব্দুল হামিদ (৩৯), আব্দুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আব্দুল মমিন (৩১), সুমন মিয়াকে (২২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।