মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

তুহিন আহামেদ, সাভার প্রতিনিধি:: ইসরাইল কর্তৃক গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল মুসল্লী সহ তৌহিদী জনতা। তাদের সাথে সাধারণ মানুষদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।

সোমবার দুপুর ১২ টার দিকে খেলাফাত মজলিস শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আশুলিয়ার জিরানী বাজার বিকেএসপির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিকেএসপির সামনে থেকে শুরু হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে চক্রবর্তী ঘুরে পুনরায় বিকেএসপির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ৫/৬ শ মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকার আশুলিয়ার বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দুপুরে বাইপাইল মোড়ে বিক্ষোভ করেছে।

এছাড়া, আশুলিয়ার বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষার্থীরা ও সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভকারীদের কণ্ঠে এসময় শোনা যায়, ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও, সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো, ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না।

সরেজমিনে দেখা গেছে, জামগড়া, বাইপাইল, জিরানী বাজার, শ্রীপুর, নবীনগর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন গার্মেন্টস শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও কিছুক্ষণ পরেই যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা এসময় জানান, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও জানান, শিশু-নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com