মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিউস

ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক:: ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিউস জুনিয়র। কাতারের দোহার অ্যাস্পায়ার একাডেমিতে মঙ্গলবার রাতে ফিফার ‘দ্য বেস্ট ২০২৪’-এর আসর অনুষ্ঠিত হয়। সেখানে পুরুষ ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিউস।

এর মধ্য দিয়ে ব্রাজিলের দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান হলো। ১৯৯১ সালে ফিফা দ্য বেস্ট চালু হওয়ার পর আজকের আগ পর্যন্ত পাঁচজন ব্রাজিলিয়ান মোট আটবার এই পুরস্কার জিতলেও ২০০৭ সালের পর যা ঘটল এবারই প্রথম।

ভিনির আগে রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো ও কাকা এই পুরস্কার জিতেছেন। তাদের মাঝে রোনালদো তিনবার ও রোনালদিনহো দুইবার ফিফা দ্য বেস্ট হোন।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। দলকে বড় বড় শিরোপা জেতানোর পথে সেবার ২৪টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান এই তারকা।

ছিলেন ব্যালন ডি অ’র জয়ের পথেও। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা শেষে যা হাতছাড়া হয় তার। ভিনিসিউসের সেই দুঃখ নিশ্চয়ই এবার কিছুটা হলেও লাঘব হবে৷

ভিনির সেরা ফুটবলার হবার দিনে সেরা কোচও পেয়েছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তি জিতেছেন এই পুরস্কার। পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আলেহান্দ্রো গারনাচো। আর বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com