মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

ফসলি জমিতে অবৈধ ইটভাটা, এক লাখ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি::

ফসলি জমিতে গড়ে উঠা অবৈধ ইটভাটা বন্ধ করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ইটভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় ফসলির জমির উপর অনুমোদনহীন ভাবে সান টু নামে একটি ইটভাটা গড়ে তুলেন এন্তাজ আলী। অবৈধ এ ইটভাটা বন্ধ করতে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন সোমবার বিকেলে পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ইটভাটা মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে এবং পরবর্তীতে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ইটভাটা মালিক তার ভাটার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং ইটভাটার কোন বৈধ কাগজপত্র না থাকায় ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com