মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট জামাল মিয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের কল্যানপুটি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে ঈগল পাখি মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠক থেকে স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন মিয়া বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার বাবা ও মা দীর্ঘদিন ধরে চেয়ারম্যান থাকাকালে এলাকার মানুষের সেবা করেছে। আমার ভাই বর্তমান চেয়ারম্যান হয়ে এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করছে। আমি নিজেও বিভিন্ন সময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছি। এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কথা দিতে চাই, আপনাদের পাশে আমি সব সময় থাকতে চাই।
তিনি আরও বলেন, ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার মধ্যে রয়েছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব নিবো। আপনারা যে অবহেলার শিকার হয়েছেন তা পূরণ করা হবে। আমি চাই এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবো।
এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করে চলেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এসময় তার সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে লস্করদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।