শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুর পরিবেশ উন্নয়নে নাগরিক সমাজের ভাবনা বিষয়ক আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি:: পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুরের উদ্যোগে ফরিদপুরের পরিবেশ উন্নয়নে নাগরিক সমাজের ভাবনা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকালে ঝিলটুলি এ্যাবলুম চাইনিজ রেস্টেুরেন্টের হলরুমে অনুষ্টিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর শহর সমাজ সেবা অফিসার এসএম সুজা উদ্দিন রাসেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ ও পরিবেশ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর মতিয়ার রহমান।
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর সদর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার পরিবেশ উন্নয়ন ফোরামের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা শামচুউদ্দীন মোল্লা, পরিবেশ উন্নয়ন ফোরামের উপদেষ্টা এ্যাড. গোলাম রব্বানী ভূইয়া রতন।

পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক এসএম মনিরুজ্জামানের উপস্থাপনায় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ উন্নয়ন ফোরামের উপদেষ্টা সালমা মাহতাব, সাবিনা নুর, সহ-সভাপতি আফসার হোসেন, যুগ্নসম্পাদক আলেয়া বেগম, প্রচার সম্পাদক তানিয়া ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, বীনা পারভীন লক্ষী, সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদের পরিচালক অর্থ সিরাজুল ইসলাম, মোঃ বাবুল শেখ ও আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় ফরিদপুরের পরিবেশের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করোনিও নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com