শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ও তার ভাই পৌর কাউন্সিলর আঃ জলিলের বিরুদ্ধে ভুমি দখল, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলার সচেতন নাগরিকের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় ফরিদপুর উকিল বারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুব লীগের আহবায়ক কমিটির যুগ-আহবায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, যুব লীগ কর্মী সৈয়দ শান্ত, ভুক্তভোগি লুৎফর রহমান নান্নু খা, শেখ সালাম, মোঃ বাবু মোল্লা ও নাজমা বেগম প্রমুখ।
এসময় ভুক্তিভোগিরা বলেন, সিদ্দিকুর রহমান আওয়ামী লীগে যোগদান করে হেলমেট বাহিনী গড়ে তুলে বিভিন্ন অফিসে টেন্ডারবাজি, খুন এবং অনেক মানুষের জোরপূর্বক ভুমি দখল করে নিস্ব করেছে। ফরিদপুরে পুলিশের সুদ্ধি অভিযানে সিদ্দিক গ্রেফতার হলেও তার ভাই পৌর কাউন্সিলর জলিল আত্বগোপনে থেকে তাদের বাহিনীর মাধ্যমে হুমকি দামকি দিচ্ছে। তাদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন তারা।