বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকল শিল্প সচিবের মতবিনিময়

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে গুণগত মানসম্পন্ন আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আখচাষী, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সাথে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফরিদপুর চিনিকল প্রশিক্ষণ ভবন মিলনায়তনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১)মোঃ আরিফুর রহমান অপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শামীম আরা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খান ও আখচাষী আনোয়ার হোসেনসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com