শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প ফরিদপুর চিনিকলের ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুম মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় মিলের কেন কেরিয়ার প্রাঙ্গণে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে মেহেদী হাসান ও মোঃ মাহিন মিয়ার সঞ্চালনায় মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, বিএসএফআইসির চিফ অব পার্সোনেল মোঃ রফিকুল ইসলাম, গাজনা ইউুনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, মোঃ নজরুল ইসলাম, প্রবিন আখচাষী মোঃ মোতালেব হোসেন ফকির, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যান সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলাম খান প্রমুখ।

মিলাদ ও দোয়া শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন প্রবীন আখচাষী হাজী মোঃ মোতালেব হোসেন ফকির ও চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজররুল ইসলাম। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোববার বর্তমান পীর হযরত মাওলানা ওবায়েদ বীন নাসের।

চিনিকল সূত্রে জানা যায়, চলতি আখ মাড়াই মৌসুমে ৪০ দিনে ২ হাজার ৭শত ৪৪ একর জমির ৪১ হাজার মেট্রিক টন আখ মাড়াই লক্ষ্য নিয়ে এবং রিকভারী ধরা হয়েছে ৭.২৫ ভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com