বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

ফরিদপুর চিনিকলের আখক্ষেত পরিদর্শনে বিএসএফআইসি’র চেয়ারম্যান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু (গ্রেড-১) ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখক্ষেত পরিদর্শন ও চিনিকলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার সকাল ৯ টা হতে চিনিকলের মিলসগেট সাবজোনের ১ নং ইউনিটের আখচাষী মতিয়ার রহমানের আখক্ষেত, ১১ নং ইউনিটের মো. হাবিবুর রহমানের আখক্ষেত, মাঝকান্দি কেন্দ্রে কাজল কুমার বসুর আখক্ষেত, মিহির বসুর আখক্ষেত, কানাইপুর কেন্দ্রের আবুল কাশেম সেখের আখক্ষেত, কোষাগোপালপুর কেন্দ্রের হাজি মোকবুল হোসেনের আখক্ষেত পরিদর্শন করেন।

দুপুরে চিনিকলের অতিথি ভবনে আখচাষী প্রতিনিধি ও মিল ব্যবস্থাপনার সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু (গ্রেড-১)। এসময় চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) কল্যান কুমার দাস, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, আখচাষী কল্যান সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক রেজাউল করিমসহ চিনিকলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু বলেন, চিনিকলগুলো টিকিয়ে রাখতে প্রধান কাঁচামাল আখ উৎপাদন বাড়াতে হবে। চিনির রিকভারীও বাড়াতে হবে। এজন্য ভালো ও উন্নতমানের জাঁতের আখচাষ করতে হবে। এ নিয়ে কাজ চলছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে। আখচাষীদের আখ রোপন বৃদ্ধি ও সকল কাজে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিল্পবান্ধব সরকার। সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর, তবে এর প্রধান কাঁচামাল আখ উৎপাদনের বিকল্প নেই। আগামী ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে আখের দাম বাড়ানোর কাজ চলছে। আখচাষীরা যাতে উপকৃত হয় সে লক্ষ্যে কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com