রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর গোস বিক্রি করছে আওয়ামী লীগ

ফরিদপুর প্রতিনিধি : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে স্বল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোস বিক্রি শুরু করেছে জেলা আওয়ামী লীগ। প্রথমদিনেই বিপুল সাড়া পড়েছে শহরবাসীর মাঝে। রমজানে কম মূল্যে গরুর গোস কিনতে সকাল থেকেই শহরের লাবলু সড়কের জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে গোস বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হলেও তা চলবে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে শামীম হকের উদ্যোগে শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন বিক্রি করা হবে গরুর গোস। ব্যতিক্রমী এ আয়োজনের প্রথম দিন অসংখ্য ক্রেতা গোস কিনতে ভিড় জমান। সাধারণ ক্রেতারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, শামীম হকের মতো যারা রয়েছেন। তারা যদি এভাবে এগিয়ে আসতেন তাহলে রমজানে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষেরা সুবিধা পেতো।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে এ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সারা মাস এ কার্যক্রম অব্যাহত রাখতে পারবো।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি মাসুদুল হক, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, সহ-প্রচার সম্পাদক আলী আজগর মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে চারটি গরু জবাই করে গোস বিক্রি করা হয়। প্রতিদিনই প্রত্যেকেই এক কেজি করে গোস কিনতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com