শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: এসো জাতি গড়ি (এজাগ) কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ফরিদপুরের ১৪ জন হতদরিদ্র মানুষের মাঝে “পায়ে চালিত ভ্যান গাড়ি” বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের গোয়ালচামট হাউজিং এস্টেট এলাকায় এজাগের প্রধান কার্যালয়ে এই ভ্যান গাড়ি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, এসো জাতি গড়ি (এজাগ) এর ভাইস-চেয়ারম্যান রওনক ফারিয়া, নির্বাহী পরিচালক, নাজমা আক্তার প্রমুখ।
উক্ত পায়ে চালিত পরিবেশ বান্ধব ভ্যান গাড়ি চালিয়ে ভ্যানচালক সুস্থ পরিবেশে নিরাপত্তা বোধ করায় তাদের কর্মসংস্থান বেড়ে যাবে এতে করে তাদের সন্তানদের লেখাপড়ায় অগ্রগতিসহ নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সহায়ক হবে এবং পায়ে চালিত ভ্যান গাড়ি চালানোর কারণে সমাজের অন্যরাও পায়ে চালিত ভ্যান গাড়ি চালানোর আগ্রহী হয়ে তারাও তাদের সন্তানদের লেখাপড়া এবং তাদেরও অর্থনৈতিক উন্নয়নে সচেতন হবে ও সামাজিক উন্নয়ন ঘটবে। এতে করে বাংলাদেশের শিক্ষার হার এবং অর্থনৈতিক উন্নয়ন বাড়বে।