বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

ফরিদপুরে হতো দরিদ্র মানুষের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে হতো দরিদ্রদের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বেনিফিসারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বি এফ এফ এর আয়োজনে ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এর সহযোগিতায় শহরতলীর চর মাধবদিয়া ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‌ মঙ্গলবার (১৮ জুন) বেলা ১২ টায় উক্ত মাংস বিতরণ অনুষ্ঠিত হয়।

বেনিফিসারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ নির্বাহী পরিচালক আনম আব্দুল হাদী সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, রাসিনের নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ইসলামের রিলিফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন, এ সময় উপস্থিত ছিলেন চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান তুহিন মন্ডল, চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোয়ার আবির।

সভায় বক্তারা বলেন এনজিও সংস্থা বি.এফ এফ এর আয়োজনে এবং ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড এর আয়োজনে দরিদ্র পীড়িত মানুষের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ কর্মসূচির প্রশংসা করেন। তারা বলেন এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।

বক্তারা বলেন দেশের উন্নয়নে এনজিও সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নে এনজিও সংস্থাগুলি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও নিজেদের সম্পৃক্ত করেছেন। আগামী দিনে ও এ ধারা অব্যাহত রাখবেন।

বক্তারা সবাইকে স্বাবলম্বী হবার আহ্বান জানান এবং এজন্য সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন ‌এরপর ১৮২০ জন সদস্যের মধ্যে প্রত্যেককে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ ‌অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com