রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজনু গ্রেফতার

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজনু গ্রেফতার

সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি মজনু সরদারকে গ্রেফতার র‍্যাব ১০। এ ব্যাপারে পরে বিস্তারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার দিবাগত ‌রাত ‌১২টা ১৫ মিনিটের দিকে ‌র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‍্যাব-১২ এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়া গাতি জোড়া ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এসময় অভিযান চলাকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ-১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১), টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী সরকার ওরফে মোবার আলী, সাং- তিলকপাড়া, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে জানা যায়। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুরের মিঠাপুকুর থানায় ২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com