বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে ক্রিকেট লীগ শুরু হয়েছে

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শহরের শেখ জামাল স্টেডিয়ামে শনিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে।

প্রতিযোগিতায় মোট ১০ টি দলকে ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।

এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম খেলায় তারার সংঘ জুনিয়র খেলছে আয়নাল‌‌ পাটাদার স্মৃতি সংঘের বিপক্ষে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com