শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

ফরিদপুরে শিল্পকর্মের পারিশ্রমিক না পেয়ে জীবন দেবনাথের বিরুদ্ধে ভাস্কর্য শিল্পীর সাংবাদিক সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি:: ভাস্কর্য শিল্পী শেখ দুলাল উদ্দিন তার ন্যয্য পারিশ্রমিক দেয়া হয়নি দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

ফরিদপুর শহরের এ্যাবলুম নামের একটি চাইনিজ রেস্তোরায় তৃতীয় তলায় সম্মেলন কক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের ফরিদপুর সদর উপজেলার ধোবাডাঙ্গা চাঁদপুর এলাকায় গ্রামের বাড়ীর ১৫ হাজার স্কয়ার ফিট বাউন্ডারী যার মূল্য ১৫ লাখ টাকা এবং ছোটো খালের উপরে একটি সেরু নির্মান ও বাইন্ডিং যার মূল্য ৩০ লাখ টাকা, মোট এক কোটি আট লাখ টাকার কাজ করেন মৌখিক চুক্তিতে। তিনি দাবী করেন, দীর্ঘ পাঁচ মাসে ৭৫ শতাংশ কাজ শেষ করার পর ওই ব্যবসায়ী সর্ব সাকুল্যে ৪৬ লক্ষ টাকা পরিশোধ করেন, দূর্ব্যবহার করে তাড়িয়ে দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট শ্রমিক দিয়েই বাকি কাজ শেষ করেন। এরপর আর কোনো টাকা দেননি।

তিনি আরো অভিযোগ করেন, টাকা না দিয়ে উল্টো তার (ব্যবসায়ীর) অনুগত আরেক ব্যবসায়ী মো. আবুল খায়ের মিয়াকে দিয়ে প্রাণনাশের হুমকী প্রদান করছেন।

তিনি (ভাস্কর শিল্পী) জানান, লিখিত চুক্তি না থাকায় তিনি আদালতের দ্বারস্তও হতে পারছেন না। তবে কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com