বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:: “একটাই পৃথিবী” এই শ্লোগানে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মাধ্যমে ফরিদপুরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২২।

রবিবার সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয় মুজিব সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। সকাল ১০টায় জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলাপ্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলাপ্রশাসক অতুল সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওযামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুর রাজ্জাক মোলা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এসএম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার আওতাধীন যে সমস্ত পুকুর-জলাশয় রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ দাবি করে বৃষ্টির পানি সংরক্ষনের দাবী জানান এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার অপসারণের দাবি জানান। সাংবাদিক পান্না বালা, শাহাদাত হোসেন তিতু, মঞ্জু আরা স্বপ্না, নার্গিস আক্তার, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট এর সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সভাপতি বিশিষ্ট ব্যবসাযী আওলাদ হোসেন বাবর, নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন, নারী উদ্যোক্তা সোনিয়া সুলতানা, এফডি এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, সুরেশ চন্দ্র হালদার, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বিলায়েত হোসেন, এসডিসির দিপালী দাস, অনুষ্ঠানের আলোক চিত্র প্রদর্শনী করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মিতা রানী দাস। সভায় বক্তারা পরিবেশ রক্ষায় একসাথে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এজন্য গাছ লাগান এরপর গুরুত্ব আলোকপাত করেন।

বক্তারা বলেন, আমরা নিজেরাই পরিবেশের ক্ষতি করছি আমাদের সচেতনতা এর অভাবে আমরা পরিবেশকে ধ্বংস করে দিচ্ছি। দিন দিন নগরায়নের কারণে বনাঞ্চলের সংখ্যা কমছে ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা জানান, এবছর তার কলেজে ২০০ গাছ রোপন করা হবে এর মধ্যে এক শত এবং বাকী একশত সফেদা গাছ।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার আওতাধীন যে সমস্ত পুকুর-জলাশয় রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ দাবি করে বৃষ্টির পানি সংরক্ষনের দাবী জানান এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার অপসারণের দাবি জানান। এ প্রসঙ্গে মেয়র অমিতাভ বোস আজকের মধ্যে হাসপাতালের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com