সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার সময় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে ঢাকাগামী একটি বাসের সাথে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলে থাকা রবিউল ইসলাম নামের আরোহীর মৃত্যু হয়। এ সময় একলাছ উদ্দিন শেখ নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে।