মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরে বাল্যবিবাহ নারী ও শিশুবান্ধব আইনগুলোর বাস্তবায়ন বিষয়ে কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুর বাল্যবিবাহ, নারী ও শিশুবান্ধব আইনগুলোর বাস্তবায়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরতলীর ব্রাক লানিং সেন্টার পি.এস.টি.সি সংস্থার ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আওতায় দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদ, ভাঙ্গা উপজেলা ‘তথ্য আপা’ অপর্না মন্ডল, ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় পিএসটিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা জেবুন্নাহার শিলা ও কার্তিক চন্দ্র সাহা প্রমুখ

উক্ত কর্শশালায় নারীর প্রতি সহিংসতা ও শিশুর প্রতি সহিংসতা এবং জোরপূর্বক বাল্যবিবাহ কমিয়ে ক্ষেত্রে বর্তমানে নারী ও শিশুবান্ধব আইনগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিত ইউনিয়ন পরিষদে মেম্বার, চেয়ারম্যান, ইমাম, কাজী, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করণীয় এই বিষয়গুলোর উপর আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com