রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

ফরিদপুরে পিবিআই গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো.সামাদ খান.ফরিদপুর প্রতিনিধি : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ফরিদপুরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে প্রেস রিলিজ বিষয়ক গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পিবিআই ফরিদপুরে কর্মরত পুলিশ পরিদর্শক, উপ পরিদর্শক এবং সহকারী উপ-পরিদর্শক পর্যায়ের ২০ কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।

বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কমলাপুর মহল্লা এলাকার কাজী মোতাহার হোসেন সড়কের উত্তর পাশে অবস্থিত পিবিআই-এর কার্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। এ কর্মশালার উদ্বোধন করেন পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি
মো. মনিরুল ইসলাম।

পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে পিবিআই ফরিদপুরে এ কর্মরত পুলিশের কর্মকর্তারা প্রেস রিলিজ লেখার কলাকৌশল ও ভিডিও এডিটিং বিষয়ে যে জ্ঞান আহরণ করেছেন তা তাদের বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com