বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি:: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত বাস দুটির একটি ছিল ঢাকাগামী রয়েল এক্সপ্রেস, অন্যটি মাগুরাগামী ডিডি পরিবহন। কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর মুখোমুখি ধাক্কায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধার তৎপরতা শেষে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com