সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
মো: সামাদ খান, মধুখালী, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ টায় জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার তারেক আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম ,জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদের, জেলা সদর উপজেলার নির্বাচন অফিসার দীপক বিশ্বাস ফরিদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় । সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ স্লোগানের মধ্য দিয়ে এ বছর দিবসটি পালন করা হয়।