সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরে কোভিড-১৯ মোকাবেলায় এনজিওদের ভুমিকা শীর্ষক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় এনজিওদের ভুমিকা র্শীষক কর্মশালা মঙ্গলবার সকালে ফরিদপুর শহরতলীর ডোমরাকান্দী ব্র্যাক ল্যানিং সেন্টারে অনুষ্টিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এনজিও ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ ফরিদপুর শাখার সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য এফডিএ নির্বাহী পরিচালক মো: আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান, যুব উন্নয়নের উপ পরিচালক খান মোঃ নইম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাশউদা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সিনিয়ার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নারগীস জাফরী, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ফরিদপুরে কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় এনজিওদের নেওয়া কর্মসুচী রির্পোট উপস্থাপন করেন ব্র্যাক ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ আসাদ।
মুক্ত আলোচনায় অংশ নেন শাপলার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, ব্লাষ্টের জেলা সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।

অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির। ব্র্যাকের সহযোগীতায় এফএনবি এই কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথি বলেন, ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলতে জিও এনজিও মেলে এক সাথে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com