বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর থেকে ।।
ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) সকালে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুারালে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয় এরপর বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসীন কবির,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ফরিদপুরে সিভিল সার্জন ডা: মো: ছিদ্দীকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম।
আরও উপস্থিত ছিলেন, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট নাদিরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ , বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। পরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।