রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ফরিদপুর জেলায় শহরের গোয়ালচামট এলাকা থেকে ৪০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রতন খান (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রতন শেখ জেলা শহরের রথখোলা এলাকার মৃত হালিম খানের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।