সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে শহীদ মিনারের শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার রাত বারোটা এক মিনিটে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত শ্রদ্ধা অর্পণ অনুষ্ঠানটি হয়।

সংবাদ লেখা পর্যন্ত এখনো বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করছে।ফরিদপুর জেলা প্রশাসক ‌ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে রাত বারোটা এক মিনিটে ‌ শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথমেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান এমপি, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান। পর্যায়ক্রমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসন, ফরিদপুরের পুলিশ প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, টাউন থিয়েটার, আবাহনী ক্রীড়াচক্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন, আবাহনী ক্রীড়াচক্র, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর টাউন থিয়েটার, ফরিদপুর জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন ফরিদপুর, সড়ক ও জনপদ বিভাগ, জয় নারী কল্যাণ সমিতি, বাংলা থিয়েটার, গণপূর্ত বিভাগ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, খেলাঘর, ফরিদপুর ‌নিউ মার্কেট, ফরিদপুর থিয়েটার, শহীদ সুফি ক্লাব, ডিপ্লোমা ইনস্টিটিউট অফ বাংলাদেশ, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলা থিয়েটার,
সহ অন্যান্য সংগঠন।

এ সংবাদ লেখা পর্যন্ত এখনো অনেক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য ‌ অবস্থান করছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com