শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

ফরিদপুরে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, মাদকসহ দুইজনকে প্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার সময় ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা এই তথ্য জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১) এর বাড়িতে তল্লাসী করে বিদেশী ৭.৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এসময় রিজবীকে গ্রেফতার করা হয়।

অপর ঘটনায় মঙ্গলবার রাত ১০টায় কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভেতর থেকে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় খোকন খানকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com