মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় দুর্ধর্ষ ডাকাতি, কয়েক লক্ষ টাকার মালামাল লুণ্ঠন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গত রাতে (১৮ ডিসেম্বর) কয়েকটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল কয়েক লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত রাতে ফরিদপুরের সালথা থানাধীন গট্টি ইউনিয়নের দিয়াপাড়া সাকিনস্থ মোঃ সোহেল মাতুব্বর (৩৮) পিতা: মোঃ সবুর মাতব্বর এর বসত ঘরের টিনের চালা কেটে ৬ জনের ডাকাত দল রুমের মধ্যে প্রবেশ করে কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 মোঃ সোহেল মাতুব্বর (৩৮) এর স্ত্রী নার্গিস সুলতানা (৩০) ও ছেলে নাফিস মাতুব্বর (১২) তিন জনের হাত ও মুখ গামছা দিয়ে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে আলমারিতে রাখা ৪.৫ ভরি স্বর্ণালঙ্কার, রুপার চেইন ও নুপুর সহ ৫, ৬ ভরি রুপার অলংকার ও, নগদ ০৪ লক্ষ টাকা, ০১টি টেকনো মোবাইল, ০১ টি ৩২” সিকো এল.ই.ডি টিভি, কাপড় চোপড় সহ কয়েক লক্ষ টাকার মালামাল  লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পার্শ্ববর্তী বাড়ির মোঃ কাজী সাইদুল হক (নিলু) (৫০) পিতা: মৃত কাজী আজিজুল হক এর স্ত্রী জুলিয়া বেগম (৪২) স্বামী: মোঃ কাজী সাইদুল হক নীলু ও শাশুড়ি মোছা: সুফিয়া বেগম (৭০) স্বামী: মৃত কাজী আজিজুল হক কয়েক জনের হাত, পা, মুখ গামছা দিয়ে বেঁধে বাসার মধ্যে ঢুকে আলমারিতে রাখা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা, ০১টি রিয়েলমি সি-১১ মোবাইল ফোন, ০২টি লাইট সহ অন্যান্য মালামাল লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবং তিন, নং বাড়ির মো: রবিউল হাসান রবিন (৩২) পিতা: মৃত কাজী লুৎফর সাং: দিয়াপাড়া এর ঘরের দরজা ভেঙে বাসার মধ্যে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ ১৭ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে মুখোশধারী ডাকাত দল উপজেলার কয়েকটি বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

ডাকাত দলের সদস্যদের সংখ্যা ছিল অন্তত ৬ জন। তারা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে লুণ্ঠন কাজ  চালায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ মোতায়ন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com