রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

ফরিদপুরের সাবেক এসপি দম্পতির ১০ কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রির্পোটার, একুশের কন্ঠঃ প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী মিসেস রীনা চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুভাষ চন্দ্র সাহা বর্তমানে পুলিশ সদর দফতরে সংযুক্ত।

গতকাল দুদকের উপপরিচালক আলমগীর হোসেন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।

সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ এবং রীনা চৌধুরীর বিরুদ্ধে ৯ কোটি ১৪ লাখ ৯ হাজার ৩১৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে, প্রথম মামলায় আসামি করা হয়েছে রীনা চৌধুরীকে। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার সম্পদ বিবরণী তলব করলে রীনা বিবরণীতে ৮৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এ ছাড়া তার নামে ৯ কোটি ১৪ লাখ ৯ হাজার ৩১৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। রীনা চৌধুরী একজন গৃহিণী। তার স্বামী সুভাষ চন্দ্র সাহার অসাধু উপায়ে অর্জিত সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রীর নামে আয়কর নথি খুলে তাতে ওই সম্পদ প্রদর্শন এবং অবৈধ সম্পদ অর্জনে তার স্বামীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন।

দ্বিতীয় মামলায় সুভাষ চন্দ্র সাহার নামে ৫৭ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা বা অন্য কোনো সম্পদ পাওয়া গেলে তা-ও আমলে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com